৪র্থ বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা-২০১৯



জাতীয় শিশু দিবস’১৯ ও মহান স্বাধীনতা দিবস’১৯ উপলক্ষে
৪র্থ বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা-২০১৯ 
২৬শে মার্চ, ২০১৯ ইং (মঙ্গলবার)
রেজিষ্ট্রেশন ফি: ৫০ টাকা 

সকল ছাত্র-ছাত্রীকে অফিস থেকে রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে। ছবি আঁকার জন্য পেন্সিল, রং, স্কেল ও প্রয়োজনীয় সামগ্রী আনতে হবে। শুধুমাত্র আর্ট পেপার স্কুল থেকে সরবরাহ করা হবে।
-: ক্লাসভেদে অংকনের বিষয়সমূহ :- 
প্লে-গ্রুপ : জাতীয় পতাকা (রং করবে)
নার্সারী : জাতীয় পতাকা (রং করবে)
কে.জি : জাতীয় পতাকা
প্রথম : জাতীয় পতাকা (উড়ন্ত)
দ্বিতীয় : জাতীয় ফুল
তৃতীয় : স্বাধীন বাংলার পতাকা
চতুর্থ : জাতীয় শহীদ মিনার
পঞ্চম : জাতীয় স্মৃতিসৌধ
ষষ্ঠ : মুক্তিযুদ্ধ
সপ্তম : বঙ্গবন্ধুর স্কেচ
অষ্টম : ২৫শে মার্চের কালরাত্রি 

পুরষ্কার :
  • প্রত্যেক কাসের বিজয়ী প্রথম ০৩ (তিন) জনের জন্য আকর্ষনীয় পুরষ্কার।
  • প্রথম ১০ (দশ) জনকে সার্টিফিকেট প্রদান।
  • অংশগ্রহণকারী সবার জন্য সান্তনা পুরষ্কার।