প্রভাতী শাখা :
* ১ম শিফট >> সকাল ০৮:০০ টার পরিবর্তে সকাল ০৮:৩০ টায় শুরু হয়ে যথারীতি সকাল ১০:০০ টা পর্যন্ত চলবে।
* ২য় শিফট >> দুপুর ১২:০০ টার পরিবর্তে সকাল ১১:৩০ টায় শেষ হবে।
দিবা শাখা :
* ৩য় শিফট >> দুপুর ১২:০০ টার পরিবর্তে সকাল ১১:৩০ টায় শুরু হয়ে দুপুর ০১:০০ টা পর্যন্ত চলবে
অর্থাৎ
১ম শিফট >> ০৮:৩০ - ১০:০০ {প্লে-গ্রুপ (জুই, বেলী); নার্সারী (পদ্মা, মেঘনা); কে.জি (দোয়েল, টিয়া)]
২য় শিফট >> ১০:০০ - ১১:৩০ {প্লে-গ্রুপ (লিলি, চামেলী); নার্সারী (চিত্র, মধুমতি); কে.জি (ময়না)}
৩য় শিফট >> ১১:৩০ - ০১:০০ (প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি)
-প্রিন্সিপাল
স্কাইলার্ক মডেল স্কুল
০৬/০৫/২০১৯ ইং