ঈদ-উল-আযহা'র ছুটি ০৯/০৮/২০১৯ ইং তারিখ হতে শুরু

আগামী ঈদ-উল-আযহা'র ছুটি ০৯/০৮/২০১৯ ইং তারিখ থেকে শুরু হয়ে ১৯/০৮/২০১৯ ইং তারিখ পর্যন্ত থাকবে।
আমাদের বর্ষপঞ্জিতে ঈদ-উল আযহার ছুটি ০৫ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাস সংকুলন না হওয়ার কারণে এই ছুটি কয়েকদিন কমিয়ে ০৯ আগস্ট থেকে করা হয়েছে। অর্থাৎ ০৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে। আবার ২০ আগস্ট মঙ্গলবার হতে যথা সময়ে ক্লাস শুরু হবে।

ছুটি শুরু
বর্ষপঞ্জিতে : ০৫/০৮/২০১৯ ইং (পূর্বের)
পরিবর্তিত : ০৯/০৮/২০১৯ ইং

ছুটি শের : ১৯/০৮/২০১৯ ইং
ক্লাস শুরু : ২০/০৮/২০১৯ ইং।