বর্তমানে আমাদের দেশে মহামারি আকারে দেখা দিয়েছে ডেঙ্গুজ্বর। এডিস মশার আক্রণে এই জ্বরের প্রাদুর্ভাব। লোকমুখে জনশ্রুত ডেঙ্গু মশা। ডেঙ্গু মশার কামড়ে বাংলাদেশের সর্বত্র কালাজ্বর হচ্ছে।
আসলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহনকারী মশার নাম হচ্ছে এডিস মশা (ডেঙ্গু নয়)।
চেনার উপায় :
এই মশা সাধারণত আকারে একটু বড়ই হয়ে থাকে। গায়ের রং কালো এবং গায়ে সাদা ডোরা কাটা দাগ থাকে। এরূপ দাগ পায়েও থাকে। এই মশাগুলো সাধারণত ভোরবেলা ও সন্ধ্যাবেলা আক্রমণ করে। এরা নোংরা জায়গায় বংশবিস্তার করে না। বরং এর বিপরীত স্বচ্ছ ও হালকা স্যাতসেতে জায়গায় এরা বংশবিস্তার করে। দরজা-জানালায় অনেকদিনের টানানো থাকা পর্দার ভাজেও এই মশা বংশবিস্তার করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই মশা সাধারণত বেশি উপরে উড়তে পারে না।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাহিরের যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিস্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে দেশবাসী সকলের সচেতন হওয়া প্রয়োজন। এডিস মশা নিয়ন্ত্রণে নিচের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখুন।
- বেইজমেন্টের পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াশার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা, ফুলের টব ইত্যাদি স্থানে একনাগাড়ে ৩ দিনের বেশী পানি জমতে দিবেন না।
- বাড়ির ছাদে, উঠানে এবং দু্ই দালানের মাঝে স্যাঁতসেতে করে রাখবেন না কিংবা পানি জমতে দিবেন না।
- বাড়ির আশেপাশের ঝোঁপঝাড় এবং আঙিনা পরিস্কার রাখুন।
- ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন। মশার আক্রমণ থেকে নিজেকে এবং পরিবারে সবাইকে রক্ষা করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত থাকুন।